পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यहांग्लन्नौ き3 কি বিপদ ! সরস্বতী যে তা হ’লে তার বীণাখান৷ আমার মাথার উপর আছড়ে ভেঙে ফেলবেন . না, না, সে হবে না ! আর একটা কাজ ছিল—শ্রুতিভূষণকে কাঞ্চনপুরের সেই বৃহৎ জনপদটা— ও হো, সেই জনপদটার দানপত্র তৈরি হয়েছে বুঝি? সেটা কিন্তু আমাদের এই কবিশেখরকে— সে কি কথা মহারাজ ! আমার পুরস্কার ত জনপদ নয়—আমরা জন-পদের সেবা ত কখনো করিনি –তাই ঐ পদপ্রাপ্তিটা আশাও করিনে । আচ্ছ, তবে ওটা শ্রুতিভূষণের জন্তেই থাক! আর, মহারাজ, তুর্ভিক্ষপীড়িত প্রজাদের বিদায় করবার জন্তে সৈন্যদলকে আহবান করেচি । মন্ত্রী, আজ দেখচি পদে পদে তোমার বুদ্ধির বিভ্রাট ঘট্‌চে। তুর্ভিক্ষকাতর প্রজাদের বিদায় করবার ভালো উপায় অন্ন দিয়ে, সৈন্য দিয়ে নয় । মহারাজ ! কি প্রতিহারী ! বৈরাগ্যবারিধি নিয়ে শ্রুতিভূষণ এসেচেন ! সৰ্ব্বনাশ করলে ! ফেরাও তা'কে ফেরাও ! মন্ত্রী,