পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& कांग्लनौ সর্দার আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান । নিজের মনের কোণে খুজব না জ্ঞান , भूखद न ऊान । আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর পানে শিখর হতে রে, আমাদের মিলবে না কুল গো,-মোদের মিলবে না কুল ! এই উঠতি বয়সেই দাদার যে রকম মতি গতি, তাতে কোন দিন উনি সেই বুড়োর কাছে সস্তর নিতে যাবেন—আর দেরি নাই! সর্দার। কোম্ বুড়ো রে ? চন্দ্রহাস। সেই যে মান্ধাতার আমলের বুড়ে । কোন গুহার মধ্যে তলিয়ে থাকে, মরবার নাম করে না ! সর্দার। তা’র খবর তোরা পেলি কোথা থেকে ? যার সঙ্গে দেখা হয় সবাই তা’র কথা বলে । পুথিতে তার কথা লেখা আছে।