পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o ফাঙ্কনী দাদা। কেন আপত্তি করি বলব ? শুনবি ? বলতে পার দাদা, কিন্তু শুনব কি না তা বলতে পারিনে । দাদা । সময় কাজেরই বিত্ত, খেলা তাহে চুরি । সিঁধ কেটে দণ্ডপল লহ ভূরি ভূরি। কিন্তু চোরাধন নিয়ে নাহি হয় কাজ । তাই ত খেলারে বিজ্ঞ দেয় এত লাজ । চন্দ্রহাস । বল কি তুমি দাদা ? সময় জিনিসটাই ষে খেলা, কেবল চলে’ যাওয়াই তা’র লক্ষ্য । । দাদা। তাহলে কাজটা ? চন্দ্ৰহাস । চলার বেগে যে ধূলো ওড়ে কাজটা তাই, ওটা উপলক্ষ্য । দাদা। আচ্ছা সর্দার, তুমি এর নিম্পত্তি করে দাও । সর্দার। আমি কিছুরই নিম্পত্তি করিনে। সঙ্কট থেকে সঙ্কটে নিয়ে চলি—ঐ আমার সর্দারি । দাদা । সব জিনিসের সীমা আছে কিন্তু তোদের যে কেবলি ছেলেমানষি । তা’র কারণ, আমরা যে কেবলি ছেলেমানুষ ! সব