পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাল্গুনী ఏ দেখলে না সেই বলে মরব—সেই বলে “নলিনীদলগত জলমতি তরলং তদ্বৎজীবননতিশয় চপলং ।” l কি বল হে, কবি, জীবন চপল নয় ? চপল বই কি, কিন্তু অনিত্য নয়। চপল জীবনট চিরদিন চপলতা করতে-করতেই চলবে। মহারাজ, আজ তুমি তা’র চপলতা বন্ধ করে মরবার পালা অভিনয় আরম্ভ করতে বসেছ ? ঠিক বলচ কবি ? আমরা বাচবই ? বাচবই | ' যদি বাচবই তবে বাচার মত করেই বাঁচতে হবে— কি বল ! হা মহারাজ ! প্রতিহারী ! কি মহারাজ ! ডাক, ডাক, মন্ত্রীকে এখনি ডাক । কি মহারাজ । মন্ত্রী, আমাকে এতক্ষণ বসিয়ে রেখেচ কেন ? ব্যস্ত ছিলুম। কিসে ?