পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 ফাল্গুনী তাহ’লে শাস্তি পাব কি করে’ ? শাস্তির উপরে ত আমাদের একটুও আসক্তি নেই, আমরা যে বৈরাগী । কিন্তু ধ্রুব সম্পদটি ত পাওয়া চাই ! ধ্রুব সম্পদে আমাদের একটুও লোভ নেই, আমরা যে বৈরাগী । সে কি কথা ?—বিপদ বাধাবে দেখচি ! ওরে শ্রুতিভূষণকে ডাক্‌ ! আমরা অঞ্চব মন্ত্রের বৈরাগী। আমরা কেবলি ছাড়তে ছাড়তে পাই, তাই ধ্রু বটাকে মানিনে । এ তোমার কি রকম কথা ? 通 পাহাড়ের গুহা ছেড়ে যে নদী বেরিয়ে পড়েচে তা’র বৈরাগ্য কি দেখেন নি মহারাজ ? সে অনায়াসে আপনাকে ঢেলে দিতে-দিতেই আপনাকে পায় । নদীর পক্ষে ধ্রুব হচ্চে বালির মরুভূমি— তা’র মধ্যে সেঁধলেই বেচারা গেল। তা’র দেওয়৷ যেমনি ঘোচে অম্নি তা’র পাওয়াও ঘোচে । ঐ শোন কবিশেখর, কান্না শোন। ঐ ত তোমার সংসার ।