পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यकांस्कृनौ খবর পেয়েছেন কি ? কি বল দেখি ! মহারাজের মন খারাপ হয়েচে । কিন্তু প্রত্যন্তবিভাগ থেকে যুদ্ধের সংবাদ এসেচে যে ! যুদ্ধ চলুক কিন্তু তা'র সংবাদটা এখন চলবে না । চীন-সম্রাটের দূত অপেক্ষা করচেন । অপেক্ষা করতে দোষ নেই কিন্তু সাক্ষাৎ পাবেন না । ঐযে মহারাজ আসচেন । জয় হোক মহারাজের । মহারাজ, সভায় যাবার সময় হ’ল । যাবার সময় হ’ল বৈ কি, কিন্তু সভায় যাবার নয় ! সে কি কথা, মহারাজ ? সভা ভাঙবার ঘণ্টা বেজেচে শুনতে পেয়েচি । কই, আমরা ত কেউ— · তোমরা শুনবে কি করে’ ? ঘণ্টা একেবারে আমারই কানের কাছে বাজিয়েচে । এত বড় স্পৰ্দ্ধ। কা’র হতে পারে ? মন্ত্রী, এখনো বাজাচ্চে । মহারাজ, দাসের স্থলবুদ্ধি মাপ করবেন, বুঝতে পারলুম না। த்