পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о প্রায়শ্চিত্ত বসন্ত রায়। কেন বলে দেখি ? বিশেষ কাজ আছে বুঝি ? প্রতাপ ভালো আছে তো ? মুক্তিয়ার। মহারাজ ভালো আছেন। বসস্ত রায়। তবে কী তোমার কাজ শীঘ্র বলো, বিশেষ জরুরি শুনে উদবেগ হচ্ছে। প্রতাপের তো কোনো বিপদ ঘটে নি ? মুক্তিয়ার। আজ্ঞ না, তার কোনো বিপদ ঘটে নি। মহারাজের একটি আদেশ পালন করতে এসেছি । বসন্ত রায়। কী আদেশ ? এখনই বলো । আদেশপত্র বাহির করিয়া বসন্ত রায়ের হস্তে প্রদান এবং বসন্ত রায়ের পত্র পাঠ। দ্বারে সৈন্যগণের সমাবেশ বসন্ত রায় । এ কি প্রতাপের লেখা ! মুক্তিয়ার। হা । বসন্ত রায় । খাসাহেব, এ কি প্রতাপের স্বহস্তে লেখা ! মুক্তিয়ার। হা মহারাজ ! বসন্ত রায় । খাসাহেব, আমি প্রতাপকে নিজের হাতে মানুষ করেছি। ( কিছুক্ষণ নীরব থাকিয়া ) প্রতাপ যখন এতটুকু ছিল সে আমাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চাইত না । দাদা কোথায় ? উদয় কোথায় ? মুক্তিয়ার। তিনি বন্দী হয়েছেন, মহারাজের নিকট বিচারের জন্তে পাঠানো হয়েছে। বসন্ত রায় । উদয় বন্দী হয়েছে ! বন্দী হয়েছে খাসাহেব ! আমি একবার তাকে কি দেখতে পাব না ? মুক্তিয়ার । ( করজোড়ে ) না জনাব, হুকুম নেই। বসন্ত রায়। (মুক্তিয়ার থার হাত ধরিয়া ) একবার তাকে দেখতে জেবে না খাসাহেব !