পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ- প্রায়শ্চিত্ত প্রতাপাদিত্য। মাধবপুরের প্রজার। এখানে এসেছিল কি না ? शशै। ई । প্রতাপাদিত্য। তার ওকেই রাজা করতে চেয়েছিল কি না ? মন্ত্রী। হা, চেয়েছিল। প্রতাপাদিত্য। তুমি বলতে চাও এ-সকলের মধ্যে উয়ের কোনো ट्रांउ छ्लि न ? মন্ত্রী। যদি হাত থাকত তা হলে এত প্রকাশ্যে এ কথার আলোচনা হত না । প্রতাপাদিত্য। আচ্ছ। আচ্ছা, তোমার নিঃসংশয় নিয়ে তুমি নিশ্চিন্ত হয়েই বসে থাকে। কিন্তু আমি বরঞ্চ নির্দোষকে দগু দেব, কিন্তু যেখানে রাজ্যের কিছুমাত্র অহিত ঘটবার আশঙ্কা আছে সেখানে বিপদটা একেবারে ঘাড়ে এসে পড়ার জন্তে পথ চেয়ে বসে থাকব না। রাজার দায়িত্ব মন্ত্রীর দায়িত্বের চেয়ে ঢের বেশি ! মন্ত্রী। অন্তত বৈরাগীঠাকুরকে ছেড়ে দিন মহারাজ ! প্রজাদের মনে একসঙ্গে এতগুলো বেদন চাপাবেন না। প্রতাপাদিত্য। আচ্ছা, সে আমি বিবেচনা করে দেখব ।