পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ডিসেম্বর ১৯১২ \ઉં 508 W. High Street. Urbana Illinois U. S. A. শ্রদ্ধাস্পদেষু পাঠসঞ্চয় ত চলিল না । অতএব লাভের হিসাবটা এখন আলোচনা করিবার বিশেষ কোনো তাড়া নাই, আপাতত, ওটা ছাপার খরচ সম্বন্ধে বোধ হয় বিবেচনা করিয়া দেখার সময় আসিয়াছে । সেটা ত চাপা দিয়া রাখা কৰ্ত্তব্য নয়। কত খরচ হইয়াছে সে খবরটা জানাইবেন । নূতন ছাত্রদের বেতন কুড়ি টাকা করা সম্বন্ধে একবার আলোচনা করিয়া দেখিবেন এবং পুরাতন ছাত্রদের অভিভাবকদের কাছেও একবার দরবার করিবার কথা ভাবিয়া দেখিবেন । ইংরেজি গীতাঞ্জলি তাশ! করি কোনো ব্যবসাদার ইংরেজ প্রকাশক গ্রহণ করিবার প্রস্তাব করিবে এবং সেই সঙ্গে আমার তরফেও আমি কিছু প্রস্তাব করিব— যদি সুবিধামত আপোষ হইয়া যায় তাহ হঠলে কিছু পাইতে পারি। কিন্তু এদিকে আমি এক কীৰ্ত্তি করিয়া বসিয়াছি— বোলপুরের নিকটবৰ্ত্তী সুরুলের বাড়িটি সিংহদের কাছ হইতে আট হাজার টাকা দিয়া কিনিয়া বসিয়া আছি এবং সেই দেনাটা শোধ করিবার চিস্তাও করিতেছি । গীতাঞ্জলি হইতে মাঝে মাঝে কিছু কিছু যদি পাওয়া যায় তবে ঐ দেনাটা কালক্রমে শোধ হইবার অাশা আছে। ইতিমধ্যে ঐ বাড়িটা \రిని