পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদি আসা সম্ভব হয় তবে আর্থিক ও অন্যান্য অবস্থা স্বচক্ষে দেখিয়া যাইতে পারেন। যদি ব্যাঘাত না থাকে তবে কবে আসিতে পারেন জানাইবেন । ইতি ২৬শে মাঘ ১৩১৮ আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর २ • cशङ्कप्रक्र्ौि •= •२ ઉં শিলাইদ। নদিয়া শ্রদ্ধাস্পদেষু জীবনস্মৃতির প্রফ না হউক ফাইলটা আমার কাছে পাঠাইবেন কেননা কিছু কিছু বাড়ানো চলিতেছে । আমার মেয়াদ ফুরাইয়া আসিল— আর ২০২২ দিন লিখিতে পাইব ইহার মধ্যে সমস্ত ঠিকঠাক করিয়া দিয়া যাইতে হইবে । অতএব আপনি যদি “জীবনস্মৃতি"র সমস্ত কাপি আমার কাছে রেজেষ্টি করিয়া পাঠান তবে তাহার উপরে শেষ তুলির পোচ দিয়া সমস্তটা সম্পূর্ণ করিয়া যাইতে পারি। সীতার ইচ্ছা জীবনস্মৃতি আরো খানিকটা অগ্রসর করিয়া দিই— তাহাও নিতাস্ত অসম্ভব নহে অতএব কাপিগুলা একবার শীঘ্ৰ করিয়া পাঠাইয়া দিবেন। ইতি ৮ই ফাল্গুন ১৩১৮ আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর Xo