পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যালয়ের ব্যবহারে লাগাইবার কথা ভাবিবেন । রথী ফিরিয়া গেলে ঐখানে তাহার ল্যাবরেটরি স্থাপন করিয়া ঐ সূত্রে তাহার সঙ্গে কয়েকটি ছাত্রকে প্রস্তুত করিয়া তুলিবার সংকল্প আমার মনে আছে। রথীর ফিরিবার বিলম্ব আছে । গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ এত দিনে পাইয়া থাকিবেন । Times এবং Nationএ তাহার ভাল সমালোচনা বাহির হইয়াছে। বই সম্বন্ধে ইংরেজ পাঠকদের কাছ হইতে দুই একখানা পত্রও পাইতেছি । ইতি ১৭ই অগ্রহায়ণ ১৩১৯ আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধাস্পদেষু কাল রাত্রে বষ্টনে আসিয়াছি । পথে আপনার পত্র পাইলাম। রচেষ্টারে উদারমতি ধৰ্ম্মসম্প্রদায়দের একটি কনগ্রেস ছিল, সেখানে আমি আহত হইয়াছিলাম। কুড়ি মিনিট সময়ের মেয়াদে Race Conflict সম্বন্ধে একটি বক্তৃতা পাঠ করিবার জন্য আমার প্রতি অনুরোধ ছিল । সেখানে জৰ্ম্মনির প্রসিদ্ধ জ্ঞানবৃদ্ধ Eucken ছিলেন । র্তাহার নিকট হইতে সমাদর লাভ করিয়া আমি বিশেষ সম্মানিত হইয়াছি । তিনি \\) છે આ ૭