পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ט\א গাছতলায় শুকনো পাতার নীচে ঝড়ে-পড়া কাচা পাকা ফল কিছু ন কিছু পাওয়া যায়। আমার আবর্জিত ছিন্ন পাতার মধ্য থেকে সে লেখা টুকরোগুলি আমার তরুণ বন্ধু কুড়িয়ে পেয়েচেন মনে হচ্চে সেগুলি সাহিত্যের ভোজে ব্যবহার করার বাধা নেই। তাই তিনি যখন ভাণ্ডারে তোলবার প্রস্তাব করলেন আমি সম্মতি দিলাম। শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ২৭ ৩০ নভেম্বর ১৯৩৯ "UΤΤΑRΑΥΑΝ SANTINIKETAN, BENGA) কল্যাণীয়েযু তোমার কাছ থেকে তাড়া পাবার বহুপূর্বেই অভিভাষণ শে করে নিশ্চিন্ত হয়ে বসে আছি। রচনাবলী সম্বন্ধে সমস্যা তোমার দফতরে জমে উঠচে। তা নিয়ে পত্ৰযোগে কথা চালাচলি আমার পক্ষে বড়ো দুঃসাধ্য। সে কারণে একটা প্রস্তাব আমার মাথায় এসেছে। তোমরা ঠিৰ \S) 8