পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হে উষা, নিঃশব্দে, এসো, আকাশের তিমির গুণ্ঠন ২ করো উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও, জড়ত্বের বাধা নিশ্চেতন করো উন্মোচন। ভেদবুদ্ধি তামসের মোহ যবনিকা, হে আত্মন করো উন্মোচন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর م9b / د لا / را সৌজন্যে : শ্ৰীমতী উমারানী দাসের সংগ্রহ থেকে প্রাপ্ত। V)○