পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিরূপ চলে জানিনা কিন্তু আমার বিশ্বাস আমার ভ্রাতু-পুত্র তর্জমা করে তবে আমার সহিত পরামর্শ করিয়া করিতে পারিবে । আমি নিজে এই ব্যাপারে প্রবৃত্ত হইতে সাহস করি না। অামার অনভ্যস্ত কলম ইংরেজি ভাষা সঙ্কটের মধ্যে পথ করিয়া চলিতে বিস্তর সময় লয়। কাজটা এভ কঠিন যে ভাল ইংরাজ লেখকের পক্ষেও দুঃসাধ্য আমার ত কথাই নাই । সেই ছেলেটির কথা জগদানন্দকে লিখিতেছি— ছাত্র নিয়োগ সম্বন্ধে আমার স্বাধীন অধিকার নাই । ইতি ২৫ অগ্রহায়ণ ১৩২০ ভবদীয় শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ‘ඌ * [ ডিসেম্বর ? ১৯১৩ ] শ্রদ্ধাস্পদেষু আপনার অনুরোধ মত সুরেন চোখের বালির প্রথম কিস্তি ওখানে পাঠাইয়াছেন। অত্যন্ত গোলমালের মধ্যে আছি । একবার চোখ বুলাইয়া লইলাম। মাঝে মাঝে ছুটে একট। কথা পেন্সিলের লেখায় পরিবর্জন কৰিয়াছি মাত্র । মোটের 8's હૈં