পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপর আমারও বোধ হয় ভালই হইয়াছে, আপনি পড়িয়। দেখিলে বুঝিতে পারিবেন। আগামী বুধবার সায়াহ্নে কলিকাতায় পৌছিব । ইতি সোমবার আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধাস্পদেষু অল্পকালের মধ্যে যে গল্পের বই পড়িয়াছি তাহার মধ্যে The Charwoman's Daughter afx's otfa org ston লাগিয়াছে । গ্রন্থকার একজন আধুনিক কবি এবং তাহার গদ্যরচনা ইংলণ্ডের পাঠকসমাজে প্রতিষ্ঠালাভ করিয়াছে। জানি না, বাংলায় তর্জমা করিতে হইলে কাহারো অনুমতির প্রয়োজন হইবে কিনা। গ্রন্থকারের নামটি James Stephen I a îă কাছে এই বই আছে। রথী রাচি গিয়াছে— ফিরিলে পাওয়া যাইতে পারে । সত্যেন্দ্রের চোখ খারাপ— নহিলে তাহারই হাতে তর্জমা হইত ভাল । চারুকে চেষ্টা করিতে বলিবেন । আবশুক মত কিছু কিছু বাদসাদ দেওয়া দরকার হইতে পারে। গল্পটি ভাল সন্দেহ নাই— কিন্তু যাহারা গল্প পড়ে তাহাদের ভাল stferra fral că șeri gel rfă: Joseph Conrad এখনকার কালের গল্পলেখকদ্ধের মধ্যে শীর্ষস্থানীয়— তাহার Q \