পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ه د ه د atew H ] ફેં শ্রদ্ধাস্পদেষু কণিকার তর্জমাগুলি Modern Reviewতে বাহির হইয়াছে শুনিয়া প্রথমটা বড় ভয় পাইয়াছিলাম কেননা সেগুলা কাচা অবস্থার লেখা । তাহার পরে আবার প্রায় নুতন করিয়া লিখিয়াছিলাম । যাহা হউক পড়িয়া দেখিলাম ভয়ের কোনো কারণ নাই – আপনি আগাগোড়া মাজিয়া ঘষিয়া প্রায় নূতন করিয়া দিয়াছেন । Ernest Rhys e Andrews assoora zoto ove The Gardener সম্বন্ধে যে পত্র পাইয়াছি তাহাতে অনেকটা নিশিচন্ত বোধ করিতেছি । এই তর্জমাগুলি সম্বন্ধে অামার মনে কিছু ভয় ছিল । গীতাঞ্জলির তর্জমায় ছন্দের অভাব তত বেশি গুরুতর নহে কিন্তু ক্ষণিক সোনার তরী জাতীয় কবিতায় নিছক গদ্য পাশ্চাত্য পাঠকদের কাছে কেমন শোনাইবে তাহ ভাবিয়া পাইতেছিলাম না— এখন ভরসা হইতেছে ভাল লাগিতে পারে । conto osts gors India Societyo Cossrootfa Fox Strangways সাহেবের নিকট হইতে পত্র পাইলাম তাহান্না আমার চিত্রাঙ্গদার ইংরেজি অনুবাদ সোসাইটির জন্ত ছাপিতে দিয়াছেন । এই মেলেই আমার কাছে একখানি preface চাহিয়াছেন। এখানে মূল মহাভারত খুজিয়া পাইলাম না। আপনার শরণাপন্ন হইলাম। অর্জনের সহিত চিত্রাঙ্গদার 8○