পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । Տ(t পরে কেশব গরুড়ে ও অন্যান্য দেবগণ স্ব স্ব উত্তমোত্তম বাহনে আরোহণ করিয়া গয়াসুরকে বর দিবার নিমিত্ত । বহির্গত হইলেন (১৪) এবং বাসুদেবাদি সকলে তথায় উপস্থিত হইয়া কহিলেন, হে গয়াসুর ! তুমি আর কি নিমিত্ত তপস্যা করিতেছ ? আমরা সকলে সন্তুষ্ট হইয়া আসিয়াছি ; তুমি বর গ্রহণ কর । (১৫) 출 গয়াসুর কছিলেন, যদি তাপনার সন্তুষ্ট হইয়া থাকেন, তাহা হইলে, যাহাতে আমার দেহ, ব্রহ্মা বিষ্ণু, মহেশ্বর, সকল দেব দ্বিজ, সকল যজ্ঞ তীর্থ, সকল প্রস্তর এবং অতি পবিত্র দেব সকল অপেক্ষা ও পবিত্রতম হয়, এরূপ বর প্রদান করুন। (১৬) সনৎকুমার কহিলেন, দেবতারা সেই দৈত্যকে তথাস্তু বলিয়। বর দিয়া দু্যলোকে গমন করিলেন। পরে মস্ত লোক তাহাকে দর্শন ও স্পর্শন করিয়া ব্রহ্মলোকে গমন করিতে লাগিল । (১৭) ইহাতে ত্ৰিলোক ও যমপুরী শূন্য হইয়া পড়িল । তৎপরে गभब्राङ ইন্দ্রাদির সহিত ব্রহ্মলোকে উপস্থিত হইলেন (১৮) এবং ব্রহ্মাকে কহিলেন, হে পিতামহ । আমরা সকলে গয়াসুর কর্তৃক বিলোপিত হইয়াহি ; অতএব আপনি আমাদিগকে যে অধিকার দিয়াছিলেন, তাহা গ্রহণ করুন। (১৯)