পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ। ○る এবং তোমরা বিদ্যা বিহীন হইবে অন্নাদি পৰ্ব্বত সকল । শিলাময় হইবে ক্ষীরবহণ প্রভৃতি নদী ও সরোবর সকল জলবহা, গৃহ সকলও স্বশায় হইবে (৬৪) সনৎকুমার কহিলেন এই প্রকার ব্রহ্ম কর্তৃক অভি শপ্ত বিপ্রেরণ প্রার্থনা করত ব্ৰহ্মাকে কহিলেন যাহ। আপনি আমাদিগকে উপভোগ্য বস্তু দিয়াছিলেন তাহ শাপ দ্বারা নষ্ট হইল। হে ভগবন। এক্ষণে আমাদের প্রতি প্রসন্ন হইয়া জীবিক প্রদান করুন (৬৫) তাহ। শ্রবণ করিয়া ব্ৰহ্মা দয়ান্বিত হইয়া বিপ্রগণকে কহিলেন চন্দ্র সুর্য্য স্থিতি কাল পর্য্যন্ত তোমরা তীর্থকেই উপজীবিকা করিবে (৬৬) গয়াতে আগত হইয় যে ব্যক্তি তোমাদিগকে হব্য কব্যাদি দ্রব্য দ্বারা পূজা করিবে ঐ ব্যক্তি এক শত কুলকে নরক হইতে স্বর্গ লোকে অথবা স্বৰ্গলোক হইতে পরম গতিকে প্রাপ্ত করাইবে (৬৭) বিরজ নামে পৰ্ব্বত দ্বারা ধৰ্ম্ম, দৈত্যের জঠর দেশ আক্রমণ করিয়াছেন ঐ স্থানের নাভিরূপ কুপ সমীপে বিরজ দেবী আছেন ঐ স্থানে পিগুদি দানে এক বিংশতি কুল উদ্ধার হয় (৬৮) । ইতি শ্ৰীবায়ুপুরাণে গয়ামাহাক্স্যে দ্বিতীয় অধ্যায়।