পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԵր চিঠিপত্র নিতে হবে। অন্ধকারের Sceneএ কোন মুস্কিল নেই—কিন্তু আলোর Sceneএ কি রকম effect হয় বলা যায় না। কিন্তু উপায় নেই। আর কোনো ছেলে সুদর্শনার part অভিনয় করতে পারবে না । শৈল বৌমার সঙ্গে আমার প্রায় দেখা হয় না—সে নীচে বাংলায় থাকে আমার কাজ ফেলে যেতে পারিনে। সস্তোষের মা বুধবারে এসে শিশুপিভাগের দোতলা বাড়িতে থাকবেন—তখন বোমার সঙ্গে দেখাশোনা চেনাপরিচয় হতে পারবে । জ্ঞান এখানে বেশ ভালই আছে । সে আমাদের Science class পড়ায় । কিছুদিন এখানে থাকলে নিশ্চয়ই সে এখান থেকে আর যেতে চাইবে না । তোরা একটু নিয়মিত পড়াশুনে করতে ভুলিসনে। নইলে মনের স্ট্ররটা ক্রমেই নেবে যাবে । বেয়ানের আমাদের শিলাইদ কেমন লাগচে ? তাকে আমার নমস্কার জনোস । ঈশ্বর তোদের মঙ্গল করুম ! বাবা