পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিডি s X துக © মীরু আমি বোধ হয় আজ সন্ধ্যার গাড়ীতেই কলকাতায় যাব । যেদিন থেকে এখানে এসেছি সেই দিন থেকেই একটা লেখা নিয়ে ঘাড়মোড় ভেঙে পড়েছি । তাজ সেই লেখtট শেষ করে ফেলে আজই দৌড় দিতে হচ্চে। আসচে শনিবারে কলকাতায় জাতীয় শিক্ষাপরিষদে এটা পড়তে হবে । ইতিমধ্যে এখানেও আমাকে একদিন মুখে মুখে বক্তৃতা দিতে হয়েছে । তাছাড়া লোকজনের দেখাশুনার উৎপাত এখানেও নিতান্ত কম নয় । এদিকে কদিন ধরে খুবই দুর্যোগ চলচে— ঝড়বৃষ্টি বাদলা প্রায় লেগেই আছে। সেইজন্যে শীতও কিছু কম পড়ে আবার রীতিমত কনকনিয়ে উঠেছে । আজও তাকাশ ঘন মেঘে আচ্ছন্ন। আমার যাবার সময় যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলেই আমাকে মুঞ্চিলে ফেলবে । বলতে বলতেই খুব বাতাস দিয়ে বৃষ্টি হতে আরম্ভ হল। শীতের সময় এ রকম বাদল ভারি বিশ্রী লাগে। তাশা করঢ়ি আমি যাত্রা করবার পূর্বেই পরিষ্কার হয়ে যাবে। তোদের প্রাইজের জিনিষপত্র কি ভাবে পৌছল জানবার জন্যে উদ্বিগ্ন হয়ে আছি । শৈলেশকে যে-সব বই পাঠাতে লিখেছি তা পাঠালে কিনা কে জানে ? খেলনাগুলো কি ভাঙাচোর।