পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} (t { পোস্টমার্ক

  • Santiniketan

1 Aug 11 মীরু অনেকদিন পরে তোর চিঠি পেয়ে খুসি হলুম। রথী তোদের Ball এর Astronomy পড়ে শোনাচ্চেন ? ও বইটা প্রথম মখন পড়েছিলুম তখন আমার এত ভাল লেগেছিল যে, আমার আহারনিদ্রা ছিল না। বৌমারও বোধ হয় খুব ভাল লাগচে । Fairy Land of Science #5 Cosso êto fro Total হচ্চে কি ? সে বইটা থেকেও তিনি অনেক শিখতে পারবেন। তার দেখলুম Scienceএর দিকে খুব একটা স্বাভাবিক আকর্ষণ আছে। তার মাস্টার মশায় কালকায় দেড় দেওয়াতে করে র্তার পড়াশোনার কিছু ক্ষতি হচ্চে না ত ? তুই তাকে পড়াসনে কেন ? তোর শরীর এখন ভাল আছে তো ? তোর মেজমা তোকে তার কাছে রাচিতে রাখবার প্রস্তাব আমাকে জানিয়েছেন। সে জায়গাটি খুব ভাল—তোর বেশ ভাল লাগবে— শরীরও ভাল থাকবে । জ্যোতিদাদার কাছে স্বরলিপি এবং গান শিখতে পারবি। জানিনে নগেনের সঙ্গে তার এ সম্বন্ধে কথাবার্তা হয়েছে কিনা । নগেন নিশ্চয় এতদিনে শিলাইদহে