পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র , ఫి কিছুমাত্র অপমান বা লজ্জা বোধ করেন— তারা হোটেলে খানসামারও কাজ করচে পড়াশুনাও দিব্যি চালাচ্চে । অনেক সময় যে সব ছাত্রের সঙ্গে তারা একত্রে পড়ে তাদেরই সেবকত। করে তার নিজেদের ব্যয় নির্ববাহ করে । আমাদের দেশে হলে মুখ দেখাতে পারত না । তোর সেবকদের খবর কি ? সেই তোর বাবুর্চি আছে ত ? তার ছেলের খবর কি ? দাসার সুবিধা করতে পেরেছিস ? এবারকার এগারই মাঘ কি রকম হল এখনো তার সংবাদ পাই নি— আর হস্তাদুয়েক পরে ফাল্গুনের মাঝামাঝি তার সমস্ত বিবরণ পাওয়া যাবে। এগারই মাঘের দিনে এবার আমরা পথের মধ্যেই ছিলুম। অনেকদিন পরে আমার এগারই মাঘ বাদ পড়ল । ৭ই পৌষের ভোরের বেলায় আমাদের আর্নর্বানার শোবার ঘরের একটি কোণে আমরা পাচটি বাঙালীতে উৎসব করেছিলুম। ভিড় ছিলনা— কিন্তু বেশ ভাল লেগেছিল ।