পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

")。 চিঠিপত্র তাহলে আমাকে খুবই ভোগাবে— সেই ভয়ে ওদের সভায় যেতে পারলুম না। তাছাড়া সভাসমিতিতে যাওয়া ছেড়ে দেবার বয়স হয়েছে- লোকের টানাটানি আর সহ করতেই পারিনে। এখানে ৬ই আশ্বিনে শারদোৎসব অভিনয়ের প্রস্তাব চলচে । দিলু অধিকারী তার ছেলের দলকে নিয়ে তাদের খুব কষে নাচগান ভ্যাস করাচ্চে। ৭৮ই আমরা এখান থেকে ছুটি পাবে। এখানে শরতের হাওয়া দিয়েছে— শিউলি ফুলের গন্ধে আকাশ ভরে উঠেছে— টুকুরে টুকরো মেঘের মধ্যে রোদরটি ভারি সুন্দর হয়ে ফুটে উঠেছে । বেশ লাগচে । কাল জ্যোৎস্নারাত্রে অনেকক্ষণ পর্যান্ত মাঠের মধ্যে চৌকি নিয়ে বসেছিলুম। বাবা