পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণীয়াস্তু মারু, তোর খোকার হ করা হাবল ছবিটা mantle piece এর উপর আছে— সেটা প্রায়ই আমার নজরে পড়ে এবং ওকে দেখবার জন্যে আমার মনট উতলা হয়। ওর Eczema সেরে গেছে অথচ ওর শরীর খারাপ হয়েছে লিখেছিস । ডাক্তারি বই দেখলেই জানতে পারবি ECZema বসে গেলে শরীর ভারি অহুস্ত হয়— অল্পেতেই অস্থখ বিহুখ করতে থাকে। এই জন্যে wigsois; Eczema hiatosi sã as I Sulphur 260 আনিগে য়ে দুটো বড়ি খোকাকে খাইয়ে দিস। তারপরে আবার এক মাস অপেক্ষা করে আবার খাওয়াস। Eczema, নদি বসে গিয়ে থাকে তবে Sulphur এ সেই দোষ নিবারণ করবে । আমার অপারেশন চুকে গেল। প্রথম কয়েকটা দিন খুব দুঃখ পেতে হয়েছিল। ব্যারামটা কষ্টকর বটে কিন্তু চিকিৎসাটাও বড় আরামের নয়। কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে nursing home এ নিতান্ত মন্দ ছিলুম না। লোকজনের নিয়ত উৎপাত থেকে ঐ কটা দিন রক্ষা পেয়ে বিশ্রাম করতে পেরেছিলুম। বিছানায় পড়ে পড়ে ঘণ্টা অন্তর আহার করা যেত আর বই