পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র 8 & ভরি সুন্দর একটি চিঠি লিখেছেন । এখানে শিকাগে৷ fastfäß Ideals of the Ancient Civilisation of India তে একটা বক্তৃতা দিয়েছিলেম সেটা এদের খুব ভাল লেগেছে । কাল অীর এক জায়গায় Problems of Evil সম্বন্ধে বলতে হবে । রচেষ্টার থেকে বষ্টন প্রভৃতি জায়গায় ঘুরতে হবে । তারপরে ফেব্রুয়ারির মাঝামাঝি আববানায় ফেরবার কথা আছে। এখানে Mrs. Moodyর বাড়ীতে আছি । তিনি আমাদের খুব যত্ন করেন। এমন স্বাভাবিক মাতৃভাব অল্পই দেখতে পাই । তিনি আমাকে ধরে বসেছেন তার সঙ্গে নিউইয়র্ক কালিফৰ্ণিয়া প্রভৃতি স্থানে ঘুরে বেড়াই লোভ হচ্চে কিন্তু আমার পক্ষে শেষকালে ক্লান্তিকর হবে কিন} তাই ভাবছি। তিনি চান আমি নিউইয়র্কে গোট কতক বক্তৃত করি। দেখা যাক কি হয় । তুই নগেনকে বলিস তামি অস্ত্ৰাণ পৌষ দুই মাসেরই তত্ত্ববোধিনী পাইনি— গ্রাহক হলে বোধ হয় পেতুম, কিন্তু সম্পাদক হয়ে এমনিষ্ট কি গুরুতর অপরাধ করেছি ? বলিস পত্রিক পাঠাবার সময় মোড়কটা যেন মোট রকমের হয়— মোড়কে ব্যয় সংক্ষেপ করলে সস্তী হয় ন কারণ কাগজটাই খোওয়া যায়। ইতি ২২শে জানুয়ারী (১৯১৩] বারা পুঃ নগেনকে নিশ্চয়ই ভাল জায়গায় কোথাও কিছুদিনের জন্যে changeএ পাঠানো দরকার হবে । আমাদের সেই শৈলধাম কি রকম ?