পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাল্গুনী তুমি কে গো ?—আমি শিমুল ; তুমি কে গে৷ ?—কামিনী ফুল ; তোমরা কে বা—আমরা নবীন পাতা গে৷ শালের বনে ভারে ভীরে ॥ নুতন আশার গান এই কথাটাই ছিলেম ভুলে— মিলব আবার সবার সাথে ফাঙ্কনের এই ফুলে ফুলে । অশোক বনে আমার হিয়া নুতন পাতায় উঠবে জিয়া, বুকের মাতন টুটুবে বাধন যৌবনেরি কুলে কুলে ফাস্তুনের এই ফুলে ফুলে । বাশিতে গান উঠবে পুরে নবীন রবির বাণী-ভর আকাশবীণার সোনার স্বরে।