পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांझुनैौ ૨ আসন্ন মিলনের গান আর নাই যে দেরি, নাই যে দেরি। সামনে সবার পড়ল ধরা তুমি যে ভাই আমাদেরি। হিমের বাহু-বাধন টুটি পাগলা ঝোরা পাবে ছুটি, উত্তরে এই হাওয়া তোমার বইবে উজান কুঞ্জ ঘেরি! আর নাই যে দেরি, নাই যে দেরি । শুনচ না কি জলে স্থলে যাদুকরের বাজল ভেরী । দেখ চ না কি এই আলোকে খেলচে হাসি রবির চোখে, শাদা তোমার শু্যামল হবে ফিরব মোরা তাই ষে হেরি ॥