পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাল্গুনী やか" কলু। বোধ হয় কাল রাত্রে তাকেই দূর থেকে দেখে ছিলুম। কি রকম চেহারাটা ? কলু। কালো, আমাদের এই কোটাল দাদার চেয়েও । একেবারে রাত্রের সঙ্গে মিশিয়ে গেছে । আর বুকে ছুটো চক্ষু জোনাক পোকার মত জলচে । ওহে বসন্ত উৎসবে ত মানাবে না । চন্দ্রহাস। ভাবনা কি ? তেমন যদি দেখি তবে এবার না হয় পূর্ণিমায় উৎসব না করে অমাবস্যায় করা যাবে । অমাবস্তার বুকে ত চোখের অভাব নেই। কোটাল। ওহে বাপু, তোমরা ভালো কাজ করচ না । না, আমরা ভালো কাজ করচিনে । আবার ধরা পড়েচিরে, আমরা ভালো কাজ করচিনে। কি করব অভ্যাস নেই। ‘যেহেতু আমরা ভালমানুষ নই। কোটাল। একি ঠাট্টা পেয়েচ ? এতে বিপদ আছে । বিপদ ? সেইটেই ত ঠাট্ট।