পাতা:ফাল্গুনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাল্গুনী o ৭৭ চন্দ্রহাস। রাস্তায় যাকে জিজ্ঞাসা করি বুড়োর কথা শুনলেই আঁৎকে ওঠে, কেবল দেখি এরই ভয় নেই। ও বোধ হয় চোখে দেখতে পায় না বলেই ভয় করে না । বাউল। না গো, আমি কেন ভয় করিনে বলি । একদিন আমার দৃষ্টি ছিল। যখন অন্ধ হলুম ভয় হ’ল দৃষ্টি বুঝি হারালুম। কিন্তু চোখওয়ালার দৃষ্টি অস্ত যেতেই অন্ধের দৃষ্টির উদয় হ’ল। সূৰ্য্য যখন গেল তখন দেখি অন্ধকারের বুকের মধ্যে আলো । সেই অবধি অন্ধকারকে আমার আর ভয় নেই। তাহ’লে এখন চল। ঐ ত সন্ধ্যাতারা উঠেছে। বাউল। আমি গান গাইতে গাইতে যাই, তোমরা আমার পিছনে পিছনে এস ! গান না গাইলে আমি রাস্তা পাইনে! সে কি কথা হে ? বাউল। আমার গান আমাকে ছাড়িয়ে যায়—সে এগিয়ে চলে, আমি পিছনে চলি ।