পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র Sግ গাড়ীতে প্যারিসে ফিরে যাচ্চি। সেখানে গিয়ে তাড়াতাড়ি পোধ হয় কিছু কাপড় চোপড় কিনে এবং তৈরী করিয়ে নিতে তপে নইলে ভদ্রত রক্ষা তাসম্ভব হবে । সেখানে যে বাড়ীতে গাকল সেও খুব সুন্দর, সীন নদীর ধারেই— বাড়ীর সঙ্গেই একটি চমৎকার বাগান আছে কত যে ফলের গাছ কি বলব । বাগানের ফল রোজ চার বার করে খাচ্ছিলুম। সেখানে এক সপ্তাহ কাটিয়ে হল্যাণ্ডে যেতে হলে । হল্যাণ্ডেও সুন্দর একটি বাড়ীতে আমাদের নিমন্ত্রণ আছে, তারা তামাদের ভ্রমণের জন্যে মোটর গাড়ি পর্যন্ত ঠিক করে রেখে দেবে । সেখানে নানা জায়গায় আমার নিমন্ত্রণ আছে– বক্তৃতা করতে হবে। তারপরে প্যারিসে আবার ফিরে এসে আমার বক্ততা আছে । এণ্ড জর মত এমন পাগল দেখিনি। সে আমাকে দুটে৷ চঠিতেই আশ্বাস দিয়ে লিখেচে যে তোর পা সেরে গেছে । কিন্তু পায়ে যে কি হয়েছিল তা কোনো চিঠিতেই লেখেনি। মই হোক যখন সেরে গেছে তখন তার জানলার দরকার নেই । এবার শান্তিনিকেতনে গিয়ে বোধ হয় অনেক নুতন লোক এবং নতুন ব্যবস্থা দেখতে পাচ্চিস । আমরা যখন ফিরব তখন অনেক বদল দেখতে পাব । এবারে খুব চেষ্টা করব যাতে এত টাকা নিয়ে যেতে পারি যাতে তাম্রামের খরচপত্রের জন্তে তামাকে কোনোদিন আর না ভাবতে হয় । তারপর থেকে আর আমার কাটাবন থেকে কোনোদিন নড়ব না। বাব!