পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র సెనా ছন তাহলে আমার যাত্র সফল হবে । মনে হচেচ এবার যেন আমার ভাগ্য অনুকূল— যেখানে গেছি সেখানেই অভ্যর্থন পেয়েছি অর্থও পেয়েছি। এখন কিছু হাতে করে নিয়ে আসবার ইচ্ছে আছে যাতে চিরদিনের মত আমাদের আশ্রমের অভাব মোচন হয়— তারপরে আমি ছুটি পাব । বোমাদের খবর তুই বোধ হয় তাদের কাছ থেকেই পাস। এতদিনে বোম Nursing Home Colso নিশ্চয় বেরিয়েচেন কিন্তু এখানে তার আসা হবে কিনা সন্দেহ– ঘোরাঘুরি করতে হবে তাকে নিয়ে অস্তুবিধে হতে পারে। এখনে কাৰ্ত্তিকমাস— তোদের ওখানে এখনো রীতিমত শীত দেখা দেয়নি— কেবল মাত্র শিশিরে হাওয়া একটুখানি ঝিরঝির করচে । কিন্তু অসুখ বিস্তুখের সময় এল– কলকাতায় তোর কি রকম থাকবি কে জানে । শান্তিনিকেতনেও বোধ হয় জুরের পালা পড়েচে । আমি থাকতে যে রকম রোজ পাচন খাওয়াবার ব্যবস্ত করেছিলুম এখন সেরকম আছে কিনা কে জানে । একটু একটু আলো হয়ে আসঢে– ক্যাবিনে ক্যাবিনে সবাই জেগে উঠে প্রস্তুত হচ্চে । এখনো পিয়াসনের দেখা নেই– সে বেচারা বেশ একটু বেল পৰ্য্যন্ত ঘুমোতে ভালবাসে । আজকে তার অকাল-বোধন হবে, সমস্ত দিন হাই তুলতে থাকবে । তার শরীর এখনো তেমন বেশ সুস্থ হয়নি— পেটের অসুখের ভাব এখনো আছে।