পাতা:গল্পসল্প - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গল্পসল্প

সাঙ্গ হয়ে এল পালা,
নাট্যশেষের দীপের মালা
  নিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে—
রঙিন ছবির দৃশ্য রেখা
ঝাপসা চোখে যায় না দেখা,
  আলোর চেয়ে ধোঁয়া উঠছে জ’মে।
সময় হয়ে এল এবার
স্টেজের বাঁধন খুলে দেবার,
  নেবে আসছে আঁধার-যবনিকা—
খাতা হাতে এখন বুঝি
আসছে কানে কলম গুঁজি
  কর্ম যাহার চরম হিসাব লিখা।
চোখের ’পরে দিয়ে ঢাকা
ভোলা মনকে ভুলিয়ে রাখা
  কোনোমতেই চলবে না তো আর—
অসীম দূরের প্রেক্ষণীতে
পড়বে ধরা শেষ গণিতে
  জিত হয়েছে কিংবা হল হার।

১০১