পাতা:শারদোৎসব - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ছেলেরা

 সন্ন্যাসীঠাকুর, ঠাকুরদাদা কী মিথ্যে বকছেন। এমনি করে আমাদের ছুটি বয়ে যাবে।

সন্ন্যাসী

 ঠিক বলেছ বৎস, আমারও ছুটি ফুরিয়ে আসছে।

ছেলেরা

 তোমার কত দিনের ছুটি।

সন্ন্যাসী

 খুব অল্প দিনের। আমার গুরুমশায় তাড়া করে বেরিয়েছেন, তিনি বেশি দূরে নেই, এলেন ব’লে।

ছেলেরা

 ও বাবা, তোমারও গুরুমশায়!

প্রথম বালক

 সন্ন্যাসীঠাকুর, চলো আমাদের যেখানে হয় নিয়ে চলো। তোমার যেখানে খুশি।

ঠাকুরদাদা

 আমিও পিছনে আছি ঠাকুর, আমাকেও ভুলো না।

সন্ন্যাসী

 আহা, ও ছেলেটি কে। গাছের তলায় এমন দিনে পুঁথির মধ্যে ডুবে রয়েছে।

১৯