পাতা:শারদোৎসব - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দুখের অলংকার।
ধন ধান্য তোমারই ধন,
কী করবে তা কও।
দিতে চাও তো দিয়ো আমায়,
নিতে চাও তো লও।
দুঃখ আমার ঘরের জিনিস,
খাঁটি রতন তুই তো চিনিস—
তোর প্রসাদ দিয়ে তারে কিনিস
এ মোর অহংকার।

 বাবা উপনন্দ, তোমার প্রভুর কী নাম ছিল।

উপনন্দ

 সুরসেন।

সন্ন্যাসী

 সুরসেন! বীণাচার্য!

উপনন্দ

 হা ঁঠাকুর। তুমি তাঁকে জানতে?

সন্ন্যাসী

 আমি তাঁর বীণা শুনব আশা করেই এখানে এসেছিলেম।

উপনন্দ

 তাঁর কি এত খ্যাতি ছিল!

২৭