পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 ৫ ডিসেম্বর ১৯৩৯ Sanibarer Chithi Phone : Bz 637 25/2 Mohanbagan Row Calcutta Q />こ、/○> শ্রীচরণেষু, আপনার পত্র’ এবং আজ বঙ্কিম গ্রন্থাবলী সম্বন্ধে আপনার অভিমত পেলাম। হাওড়ায় গাড়ীতে রবীন্দ্র-রচনাবলী সম্বন্ধে যে বৈঠকের কথা হয়েছিল কলকাতা করপোরেশনের খাদ্য এবং পোষ্টাই প্রদর্শনীর ঠেলায় তা আর সম্ভব হবে না মনে হচ্ছে। মেদিনীপুরে আপনার অভিভাষণটি (আপনার অভিভাষণের পর) কর্তৃপক্ষ ছাপার আকারে বিলি করতে চান ; ছাপবার ভার পড়েছে আমার ওপর সুতরাং সেটি অবিলম্বে পেলে আমি কাজ আরম্ভ করতে পারি। ১৮৭৭ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের তত্ত্ববোধিনী পত্রিকায় একটি অনুবাদ কবিতা আছে, নকল করে পাঠালাম। এ সম্বন্ধে আপনার কি কিছু স্মরণ আছে? তারাকদম্বকুসুমানবকীর্য দিক্ষু ক্ষেমায় সৰ্ব্বজগতাং স্বকরৈঃ প্রকাশং । হিওঁীরপাণ্ডবরুচিঃ শসলাঞ্ছনোহয়ং নীরাজয়ন ভুবনভাবন মুজ্জিহীতে। স্বৈরং শৈলবনাবলীং বিঘটয়ন সংক্ষোভয়ন সাগরং প্রধাতৈগিরিকন্দরান মুখরয়ন ব্রহ্মাণ্ডমুদ্বোধয়ন। b”8