পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ো ত্বং শুভশঙ্খচামরভবাং প্রীতিং বিধেহি প্রভোঃ সন্ধ্যামঙ্গলদীপকোহয়মুদগাৎ ব্যোন্নি স্ফুরত্তারকে। চন্দ্ৰমা আরতি তার করিছে গগনে। দুলায়ে পাদপগুলি, সাগরে তরঙ্গতুলি, জাগাইয়া জগতের জীবজন্তুগণে । পৰ্ব্বতকন্দরে গিয়া, শুভ শঙ্খ বাজাইয়া, পবন হরষে তারে চামর দুলায়। অগণ্য তারকাবলী চৌদিকে রয়েছে জুলি, মঙ্গলকনকদীপ গগনের গায়। গতবারের শনিবারের চিঠিতে “ফের্ডিনা ভেলেসেপ এবং সুয়েজের খাল” প্রবন্ধটি সংশয় চিহ্ন সমেত রবীন্দ্র রচনাপঞ্জীর তালিকায় প্রকাশ করেছিলাম। জ্যোতিরিন্দ্রনাথের ‘প্রবন্ধমঞ্জরী’ পুস্তকে ওটি স্থান পেয়েছে, সুতরাং সংশয় আর নাই।" আমার প্রণাম জানবেন। ইতি প্রণতঃ সজনীকান্ত আমি ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় বোলপুর পৌছব। bア(?