পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবিবার সকালে যাওয়ার কোনও বাধা আছে কি না অনিলবাবুর কাছে জানতে চেয়েছি। অনুমতি পেলে বেলা ১২টায় পৌছব। মাত্র দেড় ঘণ্টা দুঘণ্টার কাজ আছে। আমার প্রণাম নেবেন। ইতি প্রণতঃ সজনীকান্ত ‘মনোরমা’ সম্বন্ধে আপনার অভিমত মাঘের ‘প্রবাসীতে’ ছাপিয়ে দিয়েছি। ১৮ জানুয়ারি ১৯৪০ ২৫/২ মোহনবাগান রো, কলিকাতা >br/> /8の শ্রীচরণেষু ডক্টর হরেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে কাল দেখা হয়েছে। তিনি বিশেষ করে আপনাকে জানাতে বললেন, এই ৩১শে জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের হেড অব দি ডিপার্টমেণ্ট অব ইংলিশ পদের জন্যে অমিয়বাবুর একটি দরখাস্ত যেন নিশ্চয়ই ইউনিভার্সিটিতে পৌছয়। তিনি মে মাসে অবসর গ্রহণ করবেন। তখনই লোক নেওয়া হবে। সিরাজ-উদ্দৌলা বিভাগ মিঃ জুহির নামক একজন সগোত্রীয়কে ঢোকাবার চেষ্টায় আছেন। তার ডিগ্রী ইত্যাদি অমিয়বাবুর চাইতে অনেক bアー