পাতা:এলিজিবেথ.pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. o এলিঞ্জিবেথ । নিতান্ত স্নান, ও সৰ্ব্বাঙ্গ শিথিল হইয়া উঠিল। নিতান্ত অধৈয্য বোধ স্ক ওয়াতে রোদন করিতে করিতে পিতার ক্রে ড়ে য।ইয়া মগ্ন হইয়। পড়িলেন । দেখ কি আশ্চর্য্য ! যিনি এখনই সহায়ের অন্বেষণে হস্ত প্রসারণ করিতেছেন এবং দুরূহ কার্য্যে প্রবৃত্ত হইয়াই প্রথম পদক্ষেপে অবলস্বনরছি তা লতার ন্যায় ধরাতলে অবনত হইয়া পড়িতেছেন, ইষ্ঠার পরে তিনি ভূমণ্ডলের প্রায় অৰ্দ্ধেক অংশ পদব্রজে যাইয় যৎপরোনাস্তি সাহস প্রকাশ করিবেন। ভোজনের দ্রব্য সামগ্রী প্রস্তুত হইল, অতিথি মহাশয় নিৰ্ব্বাসিতদিগের সহিত আহার করিতে বসিলেন । যথাবিধি লোকতা, শিষ্টাচার, ও সমাদর পুৰ্ব্বক অতিথি সৎকার করণে কিছু মাত্র দুটি হইল না। কিন্তু আহলাদ, অমোদ, এবং প্রসন্নতর লেশ মাত্রও রহিল না। নয়নকে বাষ্প বিমোচনে স্থগিত করা সকলেরই দুঃসাধ্য হইয়া উঠিল । নির্বাসিতদিগের এই রূপ কাতরত। দেখিয়া সম্ভ্রান্ত অতিথি মহাশয়ের অন্তঃকরণ এককালে দয়ার সে আর্দ্র হইয়া উঠিল । তিনি ভ্রমণচ্ছলে কত কত দেশে যে কত শত শত ব্যক্তিকে শোকাকুল দেখিয়াছিলেন তাহার ইয়ত্তাই ছিল ন। কিন্তু সেই সকল শোক ও সন্তাপ যাহাতে বৃদ্ধি না পাইত তাহার সদুপায় করাই তাহার প্রধান উদেশ্য ও অভীষ্ট ব্রত ছিল। যে কোন অবস্থা এবং যে কোন স্বভাবের মনুষ্য হউক না কেন, তিনি তাহাকে অনায়াসেই অমৃতময় উপদেশদ্বারা শান্ত করিতে পারিতেন। তিনি বিলক্ষণ অনুভব করিয়৷ দেখিয়াছিলেন যে, তাছার উপদেশছিলে বাক্য প্রয়োগ প্রায় কখনই বিফল হয় নাই। এক্ষণে তিনি বিবেচনা করিয়া দেখিলেন যে, যদি কেহ । শোকীর্ণবে একেবারে মগ্ন হয় ও তাহার মন সতত চিন্তাকুল থাকে তাহা হইলে তাহার নিকট, যাহার। তদপেক্ষা