পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ > ২৮ জুন ১৯৪০ Sanibarer Chithi Phone : Bz 637 25/2 Mohanbagan Row Calcutta Sbr/Wo/8 o শ্রীচরণেষু, আপনার ওষুধ খেয়ে অনেকটা চাঙ্গা হয়েছি— এখন মাথাটা মাঝে মাঝে খালি খালি ঠেকে, লিখতে পড়তে ইচ্ছে যায় না। এই উপসর্গটা দূর করবার জন্যে যদি একটা ওষুধ দেন ভাল হয়। ডিউয়ির বইয়ের দাম ৯ ॥০ টাকা, কেনা সাধ্যের মধ্যে নয়। কাগজে দেখলাম আপনি শীঘ্ৰ নামছেন । কবে আসবেন যেন জানতে পারি। আপনার ওষুধের প্রত্যক্ষ ফল দেখলে আপনি খুলী হবেন। শুনলাম আপনার শরীর আশানুরূপ ভাল যাচ্ছে না, শুনে চিন্তিত আছি। আমার প্রণাম জানবেন। ইতি প্রঃ সজনী ৯ ৩