পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ। Sፃ ব্ৰহ্ম সেই দেবগণকে কহিলেন, তবে চল এক্ষণে বিষ্ণুর নিকট গমন করা যাউক । এই স্থির করিয়া ব্ৰহ্মাদি । দেবগণ বিষ্ণুর নিকট উপস্থিত হইয়া উহাকে কহিলেন আপনি যে অসুরকে বর দিয়াছেন, (২০) তাহাকে দর্শন করিয়া সকলেই স্বর্গে গমন করিয়াছে ; ইহাতে ত্ৰিলোক একেবারে শূন্য হইয়া পড়িয়াছে। বাসুদেব এইরূপ উক্ত হইয়া ব্ৰহ্মাকে কহিলেন, (২১) গয়াসুরের নিকট যাইয়া যজ্ঞার্থ তাহার দেহ প্রার্থন কর। বিষ্ণু কর্তৃক এইরূপ উক্ত হইয়া ব্রহ্ম দেবগণের সহিত গয়াসুরের নিকট উপস্থিত হইয় তাহাকে দর্শন করিলেন। (২২) গয়াসুর সমস্ত দেবগণের সহিত ব্রহ্মাকে দেখিয়া গাত্রোণখান করিলেন এবং শ্রদ্ধান্বিত হইয় তাহাদিগকে প্রণাম ও বিধিবৎ পূজা করি লেন । (২৩) এবং তিনি কছিলেন, হে ব্ৰহ্মনৃ! অদ্য যখন আপনি এখানে অতিথি হইয়া আসিয়াছেন, তখন আমার জন্ম ও তপস্যা সফল হইয়াছে এবং আমি সকলই প্রাপ্ত হইয়াছি । এক্ষণে আপনি কি জন্য এখানে আগমন করিয়াছেন, বলুন তাহ সম্পাদন করি। (২৪)