পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

とご ২৫ নভেম্বর ১৯১৯ শ্রদ্ধাস্পদেষু ... কে আপনাদের এখানকার কুটীরে বাস করিবার প্রস্তাবে সম্মতি দিয়াছেন । অামার আশঙ্ক। হয় পাছে সে মনে করে আমরা ব্যাঘাত ঘটাইতেছি এইজন্য এই ঘরখানি বিদ্যালয়ের তরফ হইতে ক্রয় করিয়া দখল করিবার প্রস্তাব পাকা করিতে পারিতেছি না। ... মনে কষ্ট পায় বা অসুবিধা ভোগ করে ইহা অামি ইচ্ছা করি না । আপনাকে প্রতিবেশীরূপে পাইলার লোভ মনে প্রবল ছিল বলিয়াই এই কুটিরটাকে কোনমতে আপনার হাতে গছাইয়া দিয়াছিলাম— ভাবিয়াছিলাম আপনাকে intern করা গেল কিন্তু বন্দী করিয়া পাখিতে পারিলাম না । দীর্ঘকাল আপনার অন্তধানবশত যখন সন্দেহ করিতেছিলাম যে আপনি হয়ত এখানকার মায়া * টাইলেন তখন আপনার এই ঘরটাকে, নিকটবৰ্ত্তী পেয়ারা গাছ সমেত, পুনশ্চ আশ্রমে খাস করিয়া লইবার প্রস্তাব করিব বলিয়া স্থির করিয়াছিলাম, কিন্তু পাছে আপনার পুনরাবির্ভাবের কোনো সম্ভাবনা থাকে এই সংশয়ে দ্বিধা করিতেছিলাম । আমরা আপনার স্থলাভিষিক্ত কাহাকেও এই জায়গায় প্রতিষ্ঠিত দেখিতে চাই না— হয় আপনার, নয় আশ্রম, এই ছিল আমার কামনা। ঠিক এখনি যদি এই কামনা পূর্ণ না হয় তবে অন্তত অদূরবর্তী কোনো এককালে পুর্ণ হইবে এই আশা করি ।

  • &