পাতা:শারদোৎসব - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 রাজা। তাতে আছে কী।

 মন্ত্রী। তা তো বলতে পারি নে। সংক্ষেপে যা বর্ণনা করলেন তাতে ভাবটা কিছুই বুঝতে পারলেম না। বললেন যে, সেটা গানেতে গন্ধেতে রঙেতে রসেতে মিশিয়ে একটা কিছুই-না গোছের জিনিস।

 রাজা। কিছুই-না গোছের জিনিস! এ কি পরিহাস, না কি?

 মন্ত্রী। শুধু পরিহাস নয়, মহারাজ, এ দুর্দৈব।

 রাজা। তাতে গল্প কিছু আছে?

 মন্ত্রী। নেই বললেই হয়!

 রাজা। যুদ্ধ?

 মন্ত্রী। না।

 রাজা। কোনোরকমের রক্তপাত?

 মন্ত্রী। না।

 রাজা। আত্মহত্যা? পতন ও মূর্ছা

 মন্ত্রী। একেবারেই না।

 রাজা। আদিরস? বীররস? করুণরস?

 মন্ত্রী। না, কোনোটাই না। কবি বলেন, তিনি যা রচনা করেছেন তা শরৎকালের উপযোগী খুব হালকা রকমের ব্যাপার। তার মধ্যে ভার একটুও নেই।

 রাজা। তাকে শরৎকালের উপযোগী বলবার মানে কী হল?

 মন্ত্রী। কবি বলেন, শরৎকালের মেঘ যে হালকা, তার কোনো প্রয়োজন নেই, তার জলভার নেই, সে নিঃসম্বল সন্ন্যাসী।

৯৯