পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ić હૈં Hotel Earle I03, Waverly Place New York > [ পোস্টমার্ক March 3, 13 ] বেল, প্রায় এক মাসের উপর আমরা ঘোরাঘুরি করে বেড়ালুম। অনেক পাঠ বক্তৃত আলাপ পরিচয় ইত্যাদি সেরে আজ বিকেলের ট্রেনে আবার আমাদের আর্ববানার কোটরের মধ্যে আশ্রয় নিতে চলেছি। সেখানকার মেয়াদও খুব লম্বা নয়। মনে করঢ়ি আগামী এপ্রেলের ১৭ই তারিখে আমেরিকা থেকে ইংলণ্ডে পাড়ি দেব । সেখানে আমার বই ছাপাবার ব্যবস্থা করতে হবে । অনেক নতুন তর্জমা হাতে জমেছে। সেগুলো এখানকার লোকদের ভাল লাগৃচে– সুতরাং বই আকারে ছাপা হলে মন্দ হবে না । ইংলণ্ডের ম্যাকমিলান কম্পানি আমার সব বইয়ের প্রকাশক হবে বলে কথাবাৰ্ত্তা চলচে। এই সব বই ছাপার কাজ সারতে যে আমার কতদিন হবে ত বুঝতে পারটি নে। অন্তত চিঠির কাগজের উপরে মুদ্রিত ঠিকানা।