পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোট গল্প কিছু কিছু পড়িয়াছি— পড়িয়া ভাল লাগিয়াছে। ইতি রবিবার আপনাদের শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ১৬ এপ্রিল ১৯১৪ ] WS শান্তিনিকেতন শ্রদ্ধাস্পদেষু খাসিয়া বালক ফুটিকে লইতে আমার আপত্তি নাই । ব্যবস্থাপক সভার হাতে আপনার পত্ৰখানি দিয়াছি তাহাদের অধিবেশনে কৰ্ত্তব্য স্থির হইবে, কোনো বাধা হইবে বলিয়া মনে হয় না । বৰ্ত্তমানে স্থানাভাব ঘটিয়াছে, ছুটির পরে জায়গা পাওয়া যাইবে বলিয়া আশা করিতেছি । ১৩ই বৈশাখে ছাত্রগণ অচলায়তন অভিনয় করিবে— আপনি আমার মাতাদের লইয়া আসিতে পারিবেন ? র্তাহাদিগকে আমার বর্ষারম্ভের আশীৰ্ব্বাদ দিবেন এবং আপনি সস্ত্রীক আমার সাদর সম্ভাষণ গ্রহণ করিবেন । ইতি ৩ বৈশাখ აvby ფ პ আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর ১ "১৩১৫’ স্থলে "১৩২১’ হইৰে । অষ্টব্য গ্রন্থপরিচয় । 8Ե