পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هو ما [ ৮ সেপ্টেম্বর ১৯১৯ ] હૈં শ্রদ্ধাস্পদেষু এইমাত্র মুলুর মৃত্যু সংবাদ পাইয়া বড় ব্যথা বোধ করিলাম । তাহাকে আমি পড়াইয়াছি এবং তাহার প্রতি আমার বিশেষ স্নেহ ছিল । অামাকে আপনাদের ব্যথার ব্যর্থী বলিয়া জানিবেন । ঈশ্বর আপনাদিগকে শাস্তি ও সান্থন দিন । ইতি সোমবার আপনাদের ঐরবীন্দ্রনাথ ঠাকুর W > [ ২৪ সেপ্টেম্বর ১৯১৯ শ্রদ্ধাস্পদেষু মুলুর শ্রাদ্ধদিনের উপাসনা উপলক্ষ্যে আমি যে বক্তৃত। করিয়াছিলাম তাহার সারমর্ম লিখিয়া পাঠাইতেছি। যদি কোনোরূপে ব্যবহার করিতে ইচ্ছা করেন ত করিবেন । ইহার ‘কাপি আমার কাছে নাই । অতএব প্রয়োজন অতীত হইলে ইহা অামাকে পাঠাইয়া দিবেন— অগ্রহায়ণের শাস্তিনিকেতনে ছাপিব । ইতি বুধবার ভবদীয় স্ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর ግ ©