পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ ግ ১ • মে ১৯২ভ હૈં শ্রদ্ধাস্পদেষু আমাকে ভুল বুঝবেন না, বুঝলে অন্যায় হবে। কারণ প্রবাসীর প্রতি মমত্ব ও আপনার প্রতি শ্রদ্ধাবশতই আমি অনেক কঠিন বাধার সঙ্গে লড়াই করে এসেচি। আপনাদের যে সব লেখা দিই অর্থ অর্জন তার উদ্দেশ্য নয়— বস্তুত তার্থেব দাবী করতে আমাব একান্ত সঙ্কোচ বোধ হয় তার কাবণ আমি সহজ প্রতিবশতই আপনাকে বরাবব লেখা দিয়ে এসেচি— সে জন্তে অত্যন্ত নিকট আত্মীয়দের ও মনে প্রবল বেদন দিতে হয়েচে । বিশ্বভারতীতে চির দুভিক্ষ, তা ছাড়া আজকাল আমার সব লেখাই গ্রন্থপ্রকাশ বিভাগের হাতে পড়ে --- এই বিভাগের প্রয়োজন ও প্রণালী দুইই আমার অগোচল । এইটুকু জানি, এক এক সময়ে টাকার আশু প্রয়োজন অত্যন্ত প্রবল হয়ে ওঠে— অল্পকাল আগে সেই রকম দিন এসেছিল । আমার হাতে নগদ টাকা বলে কোনো বালাই নেই, অামাব ভিক্ষার ঝুলিতেও শনির দৃষ্টি । এই জন্যেই যে মুহূর্বে যে কে ট টাকা হাতে ধন্না দিয়ে বসে অবিলম্বে তার হাতে লেখা গিয়ে পড়ে। কিন্তু কাৰ্য্যবিধি আমার নয়। শরীর ক্লাস্ত থাকাতে আমার সঙ্গে আর্থিক অালোচনা কেউ করে না। কিন্তু আমার লেখা তো আমারই— তার বিরুদ্ধে আপনার সম্পাদকীয় দ্বার বন্ধ হবে এমন কোনো অপরাধ আমি করি নি। আপনার কাজের সঙ্গে আমার লেখার সম্বন্ধ আছে সেজন্তে অন্য যে Եty