পাতা:গীতিচর্চা (দ্বিতীয় খণ্ড) - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশ আশ্বিন ১৩৭৩ পুনৰ্বমুদ্রণ অগ্রহায়ণ ১৩৭৮ বৈশাখ ১৩৮৩, শ্রাবণ ১৩৮৮ কাতিক ১৩৯১ : ১৯০৬ শক গীতিচর্চা প্রথম খণ্ডে প্রথম-শিক্ষার্থীর উপযোগী সহজ স্বর-তালের ত্রিশটি গানের স্বরলিপি সংকলন করা হইয়াছে। তাহার পরবর্তী ক্রমোপযোগী ত্রিশটি গানের স্বরলিপি বর্তমান খণ্ডে সংকলিত হইল। এই-সব স্বরলিপি স্বরবিতান গ্রন্থমালার কোনো-না-কোনো খণ্ড হইতে গৃহীত। প্রত্যেক গানের লয়-নির্দেশ জ্যোতিরিক্সনাথ ঠাকুর -কর্তৃক উদ্ভাবিত ও ‘স্বরলিপি-গীতিমালা’য় ব্যবহৃত প্রণালী অনুযায়ী —উহার ব্যাখ্যা আকারমাত্রিক স্বরলিপি-পদ্ধতির ব্যাখ্যার অন্তর্গত করা হইল। @ বিশ্বভারতী প্রকাশক শ্ৰীজগদিন্দ্র ভৌমিক বিশ্বভারতী । ৬ আচার্য জগদীশ বন্ধ রোড। কলিকাতা ১৭ মুত্রক স্বপ্না প্রিস্টিং ওয়ার্কস ৫২ রাজা রামমোহন সরণী। কলিকাতা ৯