পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ San Isidore, 13이 Argentine 3 Dec. 24 ) মারু যে চিঠি তুই ধীরেনের হাতে দিয়েছিলি এতদিনে সে আমার গতে এসে পৌছল। অনেক দূরে আছি। তোরা আছিস্ Equatorএর উত্তরে, আমরা আছি দক্ষিণে। তাই যখন আমাদের শীত এদের তখন গৰ্ম্মিকাল। আজ ৩র ডিসেম্বর— এখন বসন্তকাল কেটে গিয়ে পূরো গরম আসবার উপক্রম , করচে। এবার দৈবাৎ সমস্ত নবেম্বর এখানে শীত ছিল, এমন কখনো হয় না। এবারকার যাত্রাট বোধ হয় ভাল লগ্নে হয়নি, এখানে পৌছবার দিন সাতেক আগে জাহাজে শরীর খুব খারাপ হয়েছিল— বোধহয় ইনফ্লুয়েঞ্জায় পেয়েছিল । এখানে এসে ; কিছুকাল ধরে ডাক্তারের হাতে ছিলুম। এখন আর কোনে উপদ্রব নেই, কিন্তু বক্তৃতা প্রভৃতি সব বন্ধ। সহরের বাইরে স্বন্দর জায়গায় একটি বাড়ি আমাদেব জন্যে ঠিক করে দিয়েচে । মস্ত একটা নদীর ধারে। আমাকে খুব নিকট আত্মীয়ের মতন এর যত্ন করে— আমার যা কিছু দরকার সমস্ত এর জুগিয়ে দিচ্চে। আমি সমস্ত দিন খোলা জানলার কাছে বসে কুঁডেমি করে কাটাচ্চি। আমার আসল নিমন্ত্রণ পেরুতে— এখন আছি Եմ