পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র > & 〉 লালমণি ( মরিস্) বোধ হয় আশ্রমে আছে। তার কাছ থেকে সব খবর পাওয়া যাবে। তাকে খাইয়ে দাইয়ে মোট করে রাখিস্– আর খাবার হজম করবার জন্যে— বাইসিক্ল অভ্যেস্ করতে বলিস। ইতি ২৯ মে ১৯২৬ বাবা