পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । כלכל নাগকূট ও গৃধ্ৰুকুট ও উত্তরমানস এই সকলের মধ্যবর্তী স্থানকে গয়াশির এবং ফন্ধতীর্থ ও বলে । ২৫ । মুওপৃষ্ঠ পৰ্ব্বতের নীচ স্থানেই ফন্তু তীর্থ আছে । ঐ স্থানে শ্রাদ্ধাদি দানে পিতৃগণের মোক্ষ প্রাপ্তি হয় [২৬] এই প্রকার প্রথম দিবসে বিধান করিবে পরে মে ধৰ্ম্মারণ্যে ধৰ্ম্মরাজ যজ্ঞ করিয়াছিলেন এ ধৰ্ম্মারণ্যে দ্বিতীয় দিবসে গমন করিবে ২৭ এ স্থানেই মাতঙ্গ বাপীতে স্বানান্তে তৰ্পণ ও শ্রাদ্ধ করিবে। ঐ স্থানে প্রথম গিয়৷ মতঙ্গেশ্বরকে প্রণাম করিয়া অক্সিম মন্ত্র পাঠ করিবে [২৮] ( প্রমাণং দেবতাঃ সন্ত লোকপালাশ্চ সাক্ষিণঃ ময়াগত মতঙ্গেইস্মিন পিতৃণাং নিস্কৃতিঃ ক্লভ) এই মন্ত্র তথায় পাঠ্য (২৯ ) তৎপূৰ্ব্বদেশে ব্রহ্ম তীর্থ নামক কুপে শ্ৰাদ্ধ করিবে। ঐ কূপ ও ব্রহ্মযুপ মধ্যে শ্ৰাদ্ধ করিলে পিতৃগণ উদ্ধার হয় (৩৯ ) এ স্থানে ধৰ্ম্ম ও ধৰ্ম্মেশ্বরকে প্রণামান্তে অশ্বথ বৃক্ষ প্রণাম করিবে তাহাতে (চলদলীয় ইত্যাদি দুস্বপ্নবিনাশনোহসি ) এই পৰ্য্যন্ত বাম পাশ্বস্থ পৃষ্ঠের (৩১, ৩২, ৩৩) তিন মন্ত্র পাঠ করিবে ( ৩১, ৩২, ৩৩ )